Uncategorized

নারায়ণগঞ্জের ৬নং ওয়ার্ডে তথ্য ও নাগরিক অধিকার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

৮ আগষ্ট ২০২২ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়ায় অবস্থিত কাউন্সিলর অফিসে “তথ্যকুুঞ্জ” ও বিবিসিআই (Bridge Between Community & Institutions) টিমের যৌথউদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ এবং নাগরিক অধিকার ও দায়িত্ব বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মানোয়ারা বেগম, নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক লায়ন প্রকৌশলী মোঃ ইউসুফ আলী মাসুদ, বিডিক্লিন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ইকবাল হোসেন বিজয়, গোদনাইল আলোকিত যুব শক্তির সভাপতি মুহাম্মদ রাসেল তালুকদার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহামেদ মুনসুর, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি।

প্রধান অতিথির বক্তব্যে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, আমরা কাউন্সিলর অফিস থেকে সরকারী সেবাসমূহ নিয়মিত দিয়ে যাচ্ছি। তথ্যকুুঞ্জ টিমের তথ্য অধিকার আইন-২০০৯ এবং বিবিসিআই টিমের নাগরিক অধিকার বিষয়ক কার্যক্রমের প্রশংসা করেন। সর্বপ্রকার সহযোগীতার পরামর্শ দেন।এসময় তিনি তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে সতর্ক থাকতে পরামর্শ দেন। তিনি আরো বলেন, আমরা জনগনকে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, ওয়ারিশ সনদ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাউন্সিলর অফিস সকাল থেকে রাত পর্যন্ত জনগনের পদচারণায় মুখর থাকে।

এই কার্যক্রমের পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রোগাম কো- অর্ডিনেটর প্রতীতি মাসুদ, দ্য হাঙ্গার প্রজেক্ট এর ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের প্রোগাম অফিসার আমজাদ হোসেন রাজীব।

এসময় উঠান বৈঠকের সঞ্চালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার- ঢাকা আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জারিফ অনন্ত এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা সমন্বয়কারী বাশুরী ইসলাম (মাহী)।

আরো উপস্থিত ছিলেন তথ্যকুঞ্জের টিম লিডার রাকিবুল ইসলাম ইফতি, কো-লিডার সাইদুল হাসান শুভ, ফুয়াদ হাসান, শেখ মুহাম্মদ রাফি, জুবায়ের শিকদার, তন্ময় সাহা, তাবরিজুর রহমান নাবিল, মোঃ মহিউদ্দিন মেরাজ, মোঃ রাকিবুল হাসান।
বিবিসিআই টিমের লিডার বিজয়া ইসলাম, শিমু সাহা, নাসরিন আক্তার, ইসরাত জাহান, ইফফাত জাহান, আজমান হোছাইন, লিখন বিশ্বাস, শিহাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close