নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গোদনাইল নয়াপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো নারায়ণগঞ্জ জেলার ব্যুরো প্রধান আব্দুল হান্নান প্রধান। সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য শিব্বির আহমেদ এর সভাপতিত্বে ও ফারাবি আহমেদ অপুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আরিফ হোসেন, যুবলীগ নেতা ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস মহাজন, বাবুল মহাজন, কাওসার মোল্লা, মোঃ রবিন, আল-আমিন, মো: উজ্জ্বল, শফিকুল, রনি, জাবেদ প্রমূখ
এসময় বেলুন এবং পায়ড়া উড়িয়ে খেলা সুচনা শুরু হয়।
উক্ত ফুটবল খেলায় দেখতে হাজারো মানুষ মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মির্জা ট্রেডার্স বনাম এ.কে খান ট্রান্সপোর্ট। খেলায় দুই পক্ষের ৩-০ গোল হয়। এসময় প্রধান অতিথি আব্দুল হান্নান প্রধান বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এগিয়ে চলেছে। তরুণদের উচিত খেলাধুলার প্রতি মনেযোগী হওয়া।খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমতে পারে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন। ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মর্তুজার মতো আরও নতুন নতুন খেলোয়ার তৈরি হবে আশাবাদ ব্যক্ত করেন হান্নান প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close