অপরাধনারায়ণগঞ্জ
সবজি বিক্রেতাকে পিটিয়ে গ্রেপ্তার চাষাঢ়ার টিউলিপ রেস্টুরেন্টের ব্যবসায়ী
সবজি বিক্রেতা টাকা পেতেন; সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে রড দিয়ে পিটিয়েছেন চাষাঢ়ার এক রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তার পরিবার। মাথায় ইট দিয়ে করেছে আঘাত।
সবজি বিক্রেতার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৭ অক্টোবর) রাতে শিয়াচর লালখাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন চাষাঢ়ার টিউলিপ রেস্টুরেন্টের অংশীদার রিপন (৪০), তার বাবা মোস্তফা (৫৫) ও তার ছোট ভাই সবুজ (৩২)।
৫০ বছর বয়সী সবজি বিক্রেতা মহিবুর অভিযোগে উল্লেখ করেন, সবজি বিক্রির বকেয়া টাকা চাওয়ার জের ধরে অভিযুক্তরা মামলার বাদীকে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের একাধিক স্থানে জখম সহ মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।হামলাকরীরা বাদীর পকেটে থাকা সাত হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় পথচারী ও এলাকবাসী এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে বাদী কে রক্ষা করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।