নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রেস বিজ্ঞপ্তি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো: সোয়েব হাওলাদার ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আসিফ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে নোটিশ প্রদানের ২৪ ঘন্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাদের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, চলমান পরিস্থিতিতে যদি কোনো নেতাকর্মী অন্যায় কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, তাঁকে কোনো কারণ দর্শানো ছাড়াই বহিষ্কারের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিএনপির হাইকমান্ড আমাদের নির্দেশ দিয়েছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সতর্ক করেছি। নেতাকর্মীরা যেন সংগঠনের নির্দেশনা সম্পর্কে সতর্ক থাকেন, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দলের সুনাম সমুন্নত রাখতে এবং নেতাকর্মীরা যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পরেন, তা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে।’