ঢাকালেখা-পড়া

জাপানের ইতিহাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন

রাকিবুল ইসলাম ইফতি, নিউজরুম এডিটর-দৈনিক বজ্রধ্বনিঃ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে অধিক পরিচিত। প্রযুক্তি, শিল্প,সাহিত্য কোন দিক থেকে পিছিয়ে নেই তারা। অপরুপ সুন্দর চেরি ফুলের এই দেশটিকে নিয়ে ” মাত্র ৩ ঘন্টায় জাপানের ইতিহাস ভ্রমণ ” শিরোনামে আজ একটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আভাই মিলানায়তনে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড.মনির উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের শিক্ষার্থী নিশাত আঞ্জুম তালিকা।

 

পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থী জাপানের ইতিহাসের প্রাগৈতিহাসিক কাল হতে বিশ্বযুদ্ধ পরবর্তী আধুনিক জাপান নিয়ে ধাপে ধাপে তাদের উপস্থাপনা প্রদান করেন।

উপস্থাপনাকারীদের ভূমিকায় ছিলেন, আয়েশা আক্তার আশা(প্রাগৈতিহাসিক সময়কাল), সুমাইয়া আক্তার (জোমোন যুগ),  শাহরিয়ার মাহফুজ ও সুরাইয়া আক্তার সাবা ( ইয়ায়ুই যুগ),নাফিয়া বিনতে জালাল ও ফারজানা আক্তার মিলি ( ইয়ামাতো / কৌফুন যুগ), ফৌজিয়া বিনতে কালাম ও জারিন তাসনিম ( নারা যুগ), নুর মোহাম্মদ সজিব (হেইয়ান যুগ), খালিদ সাইফুল্লাহ ( কামাকুরা যুগ), শারমীন আক্তার ও আমানুল্লাহ আমান (মুরোমাচি যুগ), এম এম মুনতাহা,ফাহিম শাহরিয়ার আবির, আনোয়ার সাদাত লেলিন রায়হান উদ্দিন লিয়ন (আযুচি-মোমোইয়ামা যুগ), সাদিয়া তানজিন প্রিয়া,নিশাত আঞ্জুম তালিকা,সাদিয়া আফরোজ এবং তাহমিদা আকবর (তকুগাওয়া যুগ),নওশিন জাহান,সুরাইয়া জাহান নেহা, তাজনিম ওয়াহিদ ইয়াংকা ও নাজিবা মাহজাবিন (মেইজি যুগ),আতিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (তাইশো যুগ), শেহরা আনোয়ার ঝুমকা ( শোয়া যুগ), মিনহাজুল ইসলাম, শাহনেওয়াজ বন্ধন, শান্তনু মুখার্জি ও মাহবুবুর রহমান (বিশ্বযুদ্ধোত্তর আধুনিক জাপান)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close