নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে লায়ন্স ক্লাব

নিজের পায়ে দাঁড়াতে পারে না; এমন অসহায় মানুষদের তুলে দিয়েছেন হুইল চেয়ার। চোখে কম দেখে; এমন ব্যক্তিদের করিয়েছেন ছানি অপারেশন। সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলোর পাশে শনিবার এ ভাবেই দাঁড়িয়েছেন লায়ন্স ক্লাব।এ সময় ডায়বেটিস পরীক্ষা, গাছের চারা, বৈদ্যূতিক পাখা, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে চারুকলা ইনিষ্টিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অক্টোবর সেবা মাস উপলক্ষে ৮টি লায়ন্স ক্লাবের উদ্যোগে নগরীর শেখ রাসেল পার্ক এবং পাগলা হাই স্কুলে এই আয়োজন করা হয়।

ক্লাব গুলো হচ্ছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ পার্পেল, নারায়ণগঞ্জ শীতলক্ষা, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, নারায়ণগঞ্জ লিবার্টি, নারায়নগঞ্জ নীট কনসার্ন ও নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি।

সকালে স্থানীয় শেখ রাসেল পার্ক এবং পাগলা হাই স্কুলে লায়ন্স জেলা ৩১৫এ-২ এর রিজিওন চেয়ারম্যান সাইদুল্লাহ হ্রদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেবামুলক কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন প্রকৌশলী আবদুল ওহাব।

এসময় উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এডভোকেট শওকত আলী,লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন, লায়ন আখতারুজ্জামান, লায়ন আবদুস সালাম, লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন এডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি, লায়ন এডভোকেট নবী হোসেন, লায়ন হায়দার আলী বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে ৬‘শ চক্ষু রোগির চিকিৎসা প্রদান করে ৮৫জন গরীব রোগিকে বিনা মূল্যে ছানি অপারেশন করে লেঞ্চ বসানো হয়। এছাড়াও চারশত মানুষের মধ্যে গাছের চারা এবং ২৫০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে ৮টি লায়ন্স ক্লাবের সদস্যরা শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close