নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর উদ্যোগে নবীগঞ্জ ঘাট পরিচ্ছন্নতা অভিযান

রাকিবুল ইসলাম ইফতি, নিউজরুম এডিটর, দৈনিক বজ্রধ্বনিঃ “পরিচ্ছন্নতা শুরু হউক আমার থেকে” স্লোগান কে সামনে রেখে বিডি ক্লিন নারায়ণগঞ্জ সদর উপজেলা টিম একঝাঁক সদস্যদের নিয়ে ১৩-১০-২০২২ ইং রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত নবীগঞ্জ ঘাট ও তার আশপাশ পরিচ্ছন্ন করেছে।

এসময় তারা পথচারী ও দোকানদারদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার সুফল সম্পর্কে আলোচনা করে ও সচেতন করে।

বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা টিমের অধীনে ৫ টি উপজেলা টিম সক্রিয় রয়েছে। যানা সামাজিক দায়বদ্ধতা থেকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গঠন করার জন্য বিগত প্রায় ৫ বছর ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন।

নবীগঞ্জ ঘাটে উপস্থিত জনসাধারণ এহেন কাজের প্রশংসা করেন। সেই সাথে নবীগঞ্জ ঘাটে ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করার জন্য স্থানীয় কাউন্সিলর ও সিটি মেয়র ডঃ সেলিনা হায়াৎ আইভী এর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিচ্ছন্ন ইভেন্ট টির তত্বাবধানে ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ সদর উপজলার সমন্বয়ক মো. সেলিম ও সদর উপজেলার সহ সমন্বয়ক মো. শফিক। সেই সাথে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো বৃষ্টি আক্তার, মৌসুমি আক্তার, রুমি বর্মন, সাজ্জাদুল ইসলাম মাহি, মাসুদুর রহমান হৃদয়, মিনহাজ, ফারদিন হক সকাল, আরাফাত হাসান, মো. আব্দুল্লাহ, আল আমিন, রাতুল দেওয়ান, রুবেল হোসেন, সালমা আফিয়া নুর, মিজান, রফিক, মোস্তফা, ফাহিমা, রনি, মিলকান সাকির সানি, নিলয়, জাহিদ হাসান, এজে সঞ্জয় পাল।

পরিচ্ছন্ন ইভেন্টটিতে সদস্যদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক এস এম বিজয় স্বশরীরে উপস্থিত ছিলেন।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর ৫ টি উপজেলা ছাড়াও দেশের ৫৯ টি জেলাতে মানুষের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিচ্ছে। অভিনব এবং উদ্ভাবনী কর্মকাণ্ড করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close