নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অংশগ্রহণে দুর্যোগ প্রশমন দিবস পালন

‘দুর্যোগে আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যলয় প্রাঙ্গণে দিবস উপলক্ষে র‌্যালি করা হয়।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহযোগীতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা পধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়লয়ের নারায়গঞ্জ সদর উপজেলার প্রশাসনের বাস্তবায়নে, আলোচনা ও ভূমিকম্প/অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close