নারায়ণগঞ্জসোনারগাঁও

সোনারগাঁয়ে রবিউল হাসান নামে একটি ছেলে হারিয়ে গেছে

মোঃ রবিউল হাসান নামের একটি ছেলে হারিয়ে গেছে। সে সোনারগাঁ সনমান্দী ইউনিয়ন এর ভটেরকান্দী গ্রামের আলম এর ছেলে। তার বয়স ১০ বছর।

তার উচ্চতা অনুমানিক সাড়ে ৩ ফুট । গায়ের রং শ্যামলা, তার পরনে ছিল বিস্কুট কালার হাফপ্যান্ট ও এবং সাদা রঙের এর নীল রংয়ের গোল গলার গেন্জি পরিহিত।

০৪ই অক্টোবর , ২০২২ সকাল অনুমান দুপুর ৩ টায় তাদের পাশ্ববর্তী বাসার লিমন ও তানভীরের সাথে বের হয়ে আর ফিরে আসে নাই। পাশ্ববর্তী বাসার লিমন ও তানভীর এর কাছে জিজ্ঞাসা করলে কন তথ্য দিতে পারে নাই। তার হারানো সংক্রান্তে সোনারগাঁ থানায় ৮ অক্টোবর, ২০২২ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-৩৪৪।

কোন সহৃদয়বান ব্যক্তি রবিউল হাসানের খোঁজ জেনে থাকলে বা চিনে থাকলে নিকটস্থ থানা বা রবিউল হাসানের পিতার (০১৭১০-৪০৭৯৮৫) নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close