সারাদেশ
৩৪৩ বছর আগের প্রাচীন নির্দশন লাল মসজিদ
আধুনিক শহরে প্রাচীন নির্দশন গুলো ঠায় দাড়িয়ে আছে আপন এক মহিমায়, মৌগল স্থাপত্যে আধুনিকতা পিছে ফেলে অক্ষত অবস্থায় টিকে আছে আজও।
রমনা এলাকায় বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের কোলঘেষে এমনিভাবে মুঘল স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো খাজা শাহবাজ মসজিদ। লোকে যাকে আরো বলে জোড়া মসজিদ বা ‘লাল মসজিদ’
বা হাজী খাজা শাহবাজ মসজিদ হিসেবে পরিচিত। মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। এর চত্ত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। ৬৮ ফুট দীর্ঘ ও ২৬ ফুট চওড়া তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আজ ৩৪৩ বছড় পরও অক্ষত আবস্হায় রয়েছে। মসজিদের মিম্বর ও চৌকাঠ পাথরের তৈরী। ঐতিহাসিক মুনতাসীর মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবা বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন।