অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা, টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মিজমিজি পূর্বপাড়া মজিববাগ এলাকায় এ ঘটনা ঘটেছে উল্লেখ করে ভুক্তভোগী মো. রাজু সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো মিজমিজি পাগলাবাড়ী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. সায়হান (৩৫), একই এলাকার সাকিব (২৪) ও কদমতলী এলাকার সাগর (২৪) সহ অজ্ঞাত আরো ৫/৬ জন। উক্ত অভিযোগের ভিত্তিতে ঘটনার রাতেই অভিযুক্তদের বাসায় গিয়ে অভিযুক্ত কাউকে খুঁজে পায়নি পুলিশ।
অভিযোগে ভুক্তভোগী রাজু উল্লেখ করেন, অভিযুক্ত সায়হানের সাথে ইন্টারনেট ব্যবসা বাবদ লেনদেন ছিল রাজুর। লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সায়হানের কর্মচারী সাকিব, সাগর ও শুভ সহ অজ্ঞাত কয়েকজন উঠতি বয়সের কিশোর রাজুকে মারধর করে। এসময় তার কাছ থেকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

মো. রাজু জানান, সে সায়হানের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ কদমতলী এলাকায় ইন্টারনেটের ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়ীক সম্পর্কের খাতিরে রাজু ব্যবসা প্রসারের সুবিদার্থে সায়হানকে একটি ও.এল.টি মেশিন ক্রয় করে দেওয়ার কথা জানালে সে কিনে দিতে রাজি হয়। এজন্য ঘটনার রাতে সায়হানকে টাকা দেওয়ার জন্য মজিববাগ এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ইকবালের অফিসে দুই পক্ষই উপস্থিত হয়। এসময় রাজুর কাছ থেকে সায়হান পূর্বের পাওনা ১৫ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সায়হানের কর্মচারী সাকিব ও শুভ তার কিশোরগ্যাং বাহিনী নিয়ে রাজুকে এলোপাথারি মারধর করে এবং তার মেশিন ক্রয়ের জন্য সাথে আনা ২ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাজু। পরে রাজুর পরিচিতরা খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল অভিযোগ পেয়ে ঘটনার রাতে অভিযুক্ত সায়হানের বাসায় গেলে সে পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে এলাকাবাসী জানায়, সায়হান খুব খারাপ প্রকৃতির লোক। কারো সাথে তার কোন ধরনের দ্বন্দ হলে সে সাধারণ মানুষকে হয়রানী করার জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের ভয় দেখিয়ে এবং পত্র-পত্রিকায় সংবাদ প্রচার করিয়ে হয়রানী করে। নানা সময় মেয়ে সংক্রান্ত বিষয়ে নিরীহ মানুষদের নারী কেলেঙ্কারীর অপপাদ রটায়। তার সাথে সিদ্ধিরগঞ্জের অধিকাংশ ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীর সাথে দ্বন্দ বিদ্যমান। এসব ব্যবসায়ীদের নানা অভিযোগ তুলে এবং মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানী করে। এসব ঘটনায় তাকে মামলাবাজ নামে অবিহিত করা হয়।

স্থানীয়রা আরো জানায়, ২০১২ সালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী এলাকায় প্রেম সংগঠিত বিষয়ে ইলিয়াস আলী (২২) নামে এক যুবক খুন হয়। এই হত্যা মামলায় সায়হানের নাম রয়েছে। তাছাড়া সে বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামের সদস্য। তার বাবাও এ সংগঠনের সদস্য ছিলেন। সে এলাকায় কিশোরগ্যাংয়ের মাধ্যমে নানা ধরনের অপরাধ কর্ম সংগঠিত করায় এবং তাদের শেল্টার প্রদান করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close