নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেল স্টেশনে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল যাত্রীরা। অল্প একটু দূরেই দাঁড়িয়ে ছিল ৬৫ থেকে ৭০ বছরের এক ব্যক্তি। ট্রেন আসার পূর্বে লাইনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজতে নেমে গেলেন। এর কয়েক মূহুর্ত পূর্বে চোখের সামনেই ঘটে গেলো দুর্ঘটনাটি।

নগরীর চাষাঢ়ার রেল স্টেশনে দাঁড়িয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় দূর্ঘটনার বর্ণনা এ ভাবেই দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী ইমরান।আক্ষেপ করে বলছিলেন, ‘আর একটু খানি সময় পেলে হয়তো, লোক টাকে বাঁচানো যেতো।’

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে চাষাঢ়া রেল স্টেশনের দিকে ওই দূর্ঘটনা ঘটেছে।নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।তবে, আরও এক প্রত্যক্ষদর্শী লিমন জানান, ‘আমার মনে হলো লোকটি আত্মহত্যা করেছে।’

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, অজ্ঞাতনামা পুরুষ। বয়স ৬৫ থেকে ৭০ বছর। ঢাকা থেকে নারায়ণগঞ্জ গামী ট্রেনটিতে চাষাড়া স্টেশনে ট্রেনে কাটা পরে মারা গেছে। স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।  তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

মাত্র ৬ দিন পূর্বে ৩০ সেপ্টেম্বর একই স্টেশনে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close