অপরাধআইন ও অধিকারনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দিনভর নির্যাতন করে রাসেল হত্যা

দেওভোগে শুভ্রত হত্যার পর ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটলো সিদ্ধিরগঞ্জে পাঠানটুলী এলাকায়। মোবাইল চুরিকে কেন্দ্র করে এক কিশোরকে দিনভর আটকে রেখে, নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে সোহাগ ও রফিক নামে দুই যুবকের বিরুদ্ধে ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পাঠানটুলী পুরান আইলপাড়ার এই ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের লোকজন সন্ধ্যায় পুলিশের বিশেষ সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন। তথ্যটি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান।

নিহত কিশোরের নাম মো. রাসেল মিয়া (১৭)। সে পাঠানটুলী পুরান আইল পাড়া এলাকার মো. নাসিরের ছেলে। দিকে, অভিযুক্ত সোহাগ ও রফিক একই এলাকার কাদের ও মৃত আলী আকবর মাদবরের ছেলে। তাদের বয়স ৩০ থেকে ৩২ হবে।

জানাগেছে, নিহত রাসেল মিয়া পাইপ ফিটারের কাজ করত। সে শুক্রবার রাতে বাড়ি ফেরেনি। ভোররাত সাড়ে ৪টার দিকে রাসেলকে মোবাইল চুরির অভিযোগে সোহাগ ও রফিক মারধর করে তাদের হেফাজতে নিয়ে যায়। বিকেল সাড়ে ৫ টার দিকে পাঠানটুলি ঈদগাঁ সংলগ্ন স্থানে রাসেল এর ছোট ভাই রাকিব ভাইকে দেখে দৌড়ে কাছে গেলে রাসেল বমি করা অবস্থায় মাটিতে শুয়ে পড়ে। এবং বলে তাকে সোহাগ ও রফিক প্রচুর মারধর করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close