অপরাধআইন ও অধিকারনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য গুরুতর আহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওসমান গনি (২৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সুত্রে জানাযায়, আহত ব্যক্তি নারায়ণগঞ্জ-০৪ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন সদস্য।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রড ভর্তি ভ্যানগাড়ি উল্টোপথে সাইনবোর্ডের দিকে আসছিল। এসময় চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়িটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীর পায়ের ভিতর রড ঢুকে যায়। পরবর্তীতে রড কাটার মেশিন দিয়ে রড কেটে আহত ব্যক্তিকে সাইনবোর্ড প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নেওয়া হয়েছে।এ বিষয়ে শিমরাইল পুলিশ বক্সের টিআই শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। মোটরসাইকেল এবং ভ্যানগাড়ি সহ রড দুটোকেই জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close