জাতীয়

‘১৫ আগস্ট কোনো ষড়যন্ত্র হলে রুখে দেবে ছাত্র-জনতা’

১৫ আগস্ট কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা তা রুখে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ড. মঈন খান বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেবে জাগ্রত ছাত্র-জনতা। জাতি সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ছাত্ররা প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছে ১৯০ জন। এখনো ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close