নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরুপগঞ্জ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদ আলীকে সংবর্ধনা

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলীকে সংবর্ধনা দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেডের ষ্টাফ কোয়ার্টার শাখার কর্মকর্তা ও কর্মচারীগন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকার যমুনা ব্যাংকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময়, যমুনা ব্যাংক লিমিটেডের ষ্টাফ কোয়ার্টার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলীকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

এছাড়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার রিতাকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ নবেম্বর) সকাল ৮ টা থেকে ২৬ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নে মোট ২৬ টি ভোট কেন্দ্রে ৫৩ হাজার ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলী ১৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৭ হাজার ২২০ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close