নারায়ণগঞ্জফতুল্লা

দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের ফতুল্লায় বিটিসিএলের ইন্টারনেটের তার কেটে নিচ্ছে

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বিভিন্নস্থানে সরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিটিসিএলের তার কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এলাকাবাসীর তথ্যমতে, এলাকায় যারা ইন্টারনেটের ব্যবসা করছে তারা চাচ্ছেন না বিটিসিএল এর ইন্টারনেটের সংযোগ এলাকায় চালু থাকুক। কারণ বিটিসিএলএর ইন্টারনেট খরচ কম সার্ভিসও ভালো। তাই বিটিসিএল চালু থাকলে তাদের ইন্টারনেট ব্যবসা লাটে উঠবে।

ফতুল্লার সস্তাপুর এলাকার গ্রাহক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাসার বিটিসিএলের ইন্টারনেটের সংযোগ তার গত একমাসে চারবার কেটে নিয়ে গেছে দৃর্বৃত্তরা।

এ ব্যাপারে শুক্রবার (১৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় ওই বীর মুক্তিযোদ্ধার ছেলে মো. সালাহউদ্দিন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ্য করেন, প্রথমে সস্তাপুর এলাকায় সেবাদানকারী একটি বেসরকারি ইন্টারনেট প্রভাইডারের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছিলেন। কিন্তু তাদের সেবার মান খুবই বাজে হওয়ায় এক মাস পূর্বে সরকারি বিটিসিএলের ইন্টারনেট সেবা গ্রহণ করেন।

কিন্তু পূর্বের বেসরকারী ইন্টারনেট প্রভাইডারের যোগসাজশে একটি চক্র এক মাসে চারবার তাদের বিটিসিএলের ইন্টানেটের তার চুরি করে নিয়ে যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার ৫০০ গজ তার চুরি করে চক্রটি।

এর আগে ফতুল্লার গাবতলার মোড় এলাকায় এভাবে তার চুরি করে নিয়ে গেছে ওই চক্রটি। তখন বিটিসিএলের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা মো. মামুন বাদি হয়ে একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলে ওই এলাকায় তার চুরি বন্ধ হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলের তার চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এসআই আরিফ পাঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close