নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

নারায়ণগঞ্জে যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে মতবিনিময়

যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গুড়ে তুলতে ফার্মাস্টিদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), নারায়ণগঞ্জ জেলা।

মঙ্গলবার (৬ সেপ্টম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে পলিক্লিনিক অডিটরিয়ামে শাহনেওয়াজ চেম্বারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী ডা. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নাটাবের মেডিকেল অফিসার ডা. উম্মে আজাদ, নাটাবের লাইফ মেম্বার সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, নাটাবের জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার ফার্মাস্টিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আমাদের একটা টার্গেট আছে ২০৩০ সালের মধ্যে যক্ষায় যে মৃত্যুর হার তা একেবারে শূণ্যের কাছাকাছি নামিয়ে আনা। যারা যক্ষা রোগী হিসেবে সনাক্ত হয়েছে তাদের পরীক্ষা ও চিকিৎসার আহতায় আনা। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় পল্লি চিকিৎসক ও ফার্মাস্টিদের বিরাট ভুমিকা আছে। কারণ যক্ষা রোগীদের বিরাট একটা অংশ আপনাদের কাছে আসে।

তিনি বলেন, গত আগস্ট মাসে যক্ষায় সাসপেক্ট রোগী পরীক্ষার জন্য বন্দর থেকে ২২জন, সোনারগাঁও থেকে ৩৫জন, রূপগঞ্জ থেকে ২১ জন, আড়াইহাজার থেকে ৭জন এবং গ্রাম্য চিকিৎসকরা পাঠিয়েছে ৯১ জন। এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। 

তিনি উপস্থিত ফার্মাস্টিদের উদ্দেশ্যে বলেন, টিভি রোগে আক্রান্তদের চিকিৎসা সেবার মধ্যে আনতে পারলে তা নিয়ন্ত্রণ করা যায়। টিভির সিমটমগুলো যা থাকে তা আপনারা জানেন। যেমন সন্ধ্যাকালীন জ্বর, রাতে ঘাম, দুই সপ্তাহের বেশি কাশি, ওজন কমে যাচ্ছে, বমি বমি লাগা। আপনারা যদি সন্দেহজনক মনে করেন তাহলে তাকে পরীক্ষার আওতায় আনবেন।

তিনি বলেন, আমরা কিন্তু সমাজের একটা পার্ট, যেমন আমি ডাক্তার, আপনি ফার্মাস্টি, একজন পল্লি চিকিৎসক সবাই মিলে কাজ করলে আমরা ২০৩০ সালের মধ্যে যে টার্গেটা সেটা পুরুন করতে পারবো। তা না হলে শুধুমাত্র স্বাস্থ্যবিভাগ বা যক্ষা বিভাগের ডাক্তারদের একার পক্ষের সম্ভব নয়। ‘দশের লাঠি একার বোঝা’ আমরা সেইভাবে কাজ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close