নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ

শামীম ওসমানের সমাবেশে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ সভাপতি মাসুদের বিশাল শোডাউন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের ডাকা সমাবেশে সিদ্ধিরগঞ্জ থেকে থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন। প্রিয় নেতার এ ঐতিহাসিক সমাবেশকে সফল করতে শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে আসেন তিনি। “ডাক দিয়েছেন শামীম ভাই, ঘরে থাকার সময় নাই”, “নারায়ণগঞ্জের মাটি, শামীম ওসমানের ঘাটি”, “শামীম ওসমানের নেতৃত্বে, আমরা আছি একত্রে” সমাবেশকে কেন্দ্র করে এমন সব রক্ত টগবগ করে উঠা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ। গোদনাইল বার্মাশীল এলাকা তার অফিসের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে জড়ো হওয়ার পর তার নেতৃত্বে সেখান থেকে হাজার হাজার কর্মী নিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে সমাবেশে যোগদান করেন। এসময় মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তাঁতীলীগ সভাপতি মাসুদ সাংবাদিকদেরকে জানান, ‘ইতিহাসের স্বাক্ষী হিসেবে আজ নারায়ণগঞ্জে মহা সমাবেশের ডাক দিয়েছেন জননেতা একেএম শামীম ওসমান। আজকের মহা সমাবেশের মাধ্যমে আওয়ামীলীগের শক্তির জানান দিবে আমাদের জননেতা একেএম শামীম ওসমান। তার নেতৃত্বে আমরা তাঁতীলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দ দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে রাজপথে আছি, থাকবো। নারায়ণগঞ্জ জাগলে জাগ্রত হয় বাংলাদেশ এই স্লোগান নিয়ে নৌকার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close