নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে তিশা বাসের ধাক্কায় শিশু নিহত, বাস ভাংচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাসের ধাক্কায় চার বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) উপজেরার দড়িকান্দী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ওই শিশুর সাথে থাকা তার নানী আহত হয়েছে। নিহত ওই শিশুর নাম নিহত জাওয়াদ (৪)। সে দড়িকান্দী এলাকার জহিরুল ইসলামের ছেলে।
এদিকে, দুর্ঘটনার পর ঘাতক বাস তিশা এক্সক্লুসিভ বরিশাল জ-১১-০০৫৩ টিকে ভাংচুর করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, খবর পেয়েছি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছে।