জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জরাজনীতিসারাদেশ
ইসলামী আন্দোলনের নেতা আবুল কালাম মুন্সীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

ইসলামী আন্দোলনের নেতা আবুল কালাম মুন্সীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর আইন ও মানবাধিকার সম্পাদক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম মুন্সীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।
২ ডিসেম্বর-২০২৫, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব আবুল কালাম মুন্সী সাহেব ইসলামী আন্দোলন এবং দেশের ইসলামি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন নিবেদিত প্রাণ নেতাকে হারাল। আমরা আমাদের একজন সাথী ভাইকে হারালাম।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য: ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরীর নেতা মরহুম আবুল কালাম মুন্সী (২ ডিসেম্বর-২০২৫) মঙ্গলবার বিকাল ৫.৪০টায় ইন্তেকাল করেছেন।
বার্তাপ্রেরক
মুফতী তৌফিক বিন হারিছ
প্রচার সম্পাদক
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর



