লেখা-পড়াসিলেট বিভাগ

কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ আগস্ট) আন্তঃস্কুল পর্যায়ে উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান এর বাস্তবায়‌নে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মোট ১৩ স্টল প্রজেক্ট স্থান পায়। দুপুর ১টায় মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, ওয়াফ এর কর্মকর্তা সালাউদ্দিন ও রুমান আহমেদসহ সকল শিক্ষক প্রজেক্ট পরিদর্শন করেন।তারা শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে মাইলফলক উল্লেখ করে সাধুবাদ জানান। এসময় শিক্ষকরা প্রজেক্ট মূল্যায়ন করে কুইজ পর্বের চুলচেরা বিশ্লেষণ করে ১ম, ২য় ও তৃতীয় স্থান নিধারণ করে পুরস্কার প্রদান করেন। পরিশেষে প্রধানশিক্ষক ও সহঃ প্রধান শিক্ষক বিজ্ঞান মেলার সফল ও সার্থক উল্লেখ করে মেলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close