অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মোবাইলে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে স্কুল ছাত্রের উপর কিশোরগ্যাংদের হামলা

সিদ্ধিরগঞ্জে কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকায় মোবাইলে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্র। তার নাম সাইদুল (১৮)। আদমজীনগর এম ডব্লিউ স্কুলের ছাত্র সাইদুল কদমতলী পশ্চিম ভূঁইয়া পাড়া এলাকার মোহাম্মদ ভূঁইয়ার ছেলে। আহতের বাবা ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকায় রাস্তায় বের হয় সাইদুল। এসময় সাইকেল চালাতে গিয়ে রাস্তায় সাইদুলের সাইকেলের চাকার সাথে পা লাগে ঐ এলাকার কিশোর গ্যাং গ্রুপের সদস্য বিজয় (১৮) নামের একটি ছেলের। এতে দুজনের মধ্যে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে এটি কথাবার্তায় মীমাংসা হয়ে যায়। এরপর সাইদুল সাইকেল নিয়ে বাসায় চলে গেলে রাত ৯টায় মোবাইলে কল দিয়ে বিজয় তাঁকে কদমতলী পশ্চিম নয়াপাড়া সানরাইজ স্কুল সংলগ্ন বালুর মাঠে দেখা করতে বলে। বিজয়ের কথামতো সাইদুল বালুর মাঠে দেখা করতে গেলে ৭/৮জন কিশোরের একটি দল সুইজ গিয়ার, রড, লাঠি ও চাপাতি নিয়ে সাইদুলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা সাইদুলকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করতে থাকে। মাথায় চাকু দিয়ে গুরুতর আঘাত, হাতের আঙ্গুলের রগ কেটে ফেলা, পেটে ও শরীরের বিভিন্নস্থানে পোজ দিলে রক্তাক্ত হয়ে সাইদুল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ না রাখায় পরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকেও তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত সাইদুল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতাল রয়েছে।তার মাথার আঘাতগুলি গুরুতর।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সাথে জড়িত মূল আসামি বিজয় (১৮), কদমতলী এলাকার মোবারকের পুত্র আরাফাত (১৭), মতিনের ছেলে আজমান (১৯), রহমানের পুত্র হোসেন (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছে, গ্রেফতারকৃত বিজয় সহ অন্যান্য আসামিরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। অভিযুক্তরা একটি কিশোর গ্যাং তৈরি করেছে। মাদক সেবন করে তারা বিভিন্ন সময় পথে ঘাটে মেয়েদের উত্যক্ত করে। প্রায়ই তারা এলাকায় মারামারি করে থাকে। দিন দিন বাড়ছে তাদের অপরাধমূলক কর্মকান্ড। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ০৪ জনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close