নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে সাম্প্রদায়িকতা বিরোধী স্মারকলিপি প্রদান

প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রবিবার (৩১ জুলাই) কেন্দ্রীয়ভাবে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে সাম্প্রদায়িকতা বিরোধী স্মারকলিপি প্রদান ও দেশব্যাপী জেলায় জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন সমূহের পক্ষ থেকে দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের সাথে সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ আলোচনা চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক শহিদুল আলম নান্নু, কবি রঘু অভিজিৎ রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কবি প্রদীপ সরকার, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সেলিম আলাদীন, প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য কবি জহিরুল ইসলাম মিন্টু, প্রগতি লেখক সংঘের সদস্য দীপঙ্কর দে প্রমূখ।‌‌

স্মারকলিপিতে স্বাক্ষরকারী সংগঠনের মধ্যে আছে উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষে সাবেক সাধারণ সম্পাদক সুমিত রায়, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সমমনা’র সভাপতি সালাহউদ্দিন আহমেদ, বিবর্তন এর সহ-সভাপতি নির্মল সাহা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক শহিদুল আলম নান্নু ও অনন্যা সাংস্কৃতিক একাডেমির পরিচালক সুজয় রায় চৌধুরী বিকু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close