Uncategorized

চট্রগ্রামে ব্রিটিশ কাউন্সিল ও ইপসার যৌথ উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ পালন

,বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উপলক্ষে, ‘Transforming youth skills for the future’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্রিটিশ কাউন্সিল ও ইপসার যৌথ উদ্যোগে পালিত হলো ওয়ার্ল্ড স্কিলস ডে-২০২২।

এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ষোলশহর কমিউনিটিতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম এর প্রধান ও গবেষক ডা. প্রবাল বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত লীড বাংলাদেশ-সোশ্যাল একশন প্রজেক্ট, টেট্রা-সি(কানেক্টিং কমিউনিটি ফর ক্লাইমেট ক্রাইসিস) এর সদস্যবৃন্দ ও অন্যান্য সোশ্যাল একশন প্রজেক্ট লিডারদের উদ্দেশ্যে ড. প্রবাল বড়ুয়া বলেন ,তরুণদের একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন জীবনমুখী বিষয়ে দক্ষতা অর্জন প্রয়োজন সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সামাজিক কার্যক্রমে তরুণদের এগিয়ে আসতে তিনি উদ্ভুদ্ধ করেন।

তিনি আরো বলেন দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ ও যোগ্য যুবসমাজ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব । অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব ও শিক্ষক ,ঝলক কুমার লোভন যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন।

ইপসা-লীড বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট–কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ জসিম উদ্দিন বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে আহবান জানান।

প্রজেক্ট অফিসার শোভন চৌধুরী, তরুণদের পাবলিক স্পিকিং সহ বিভিন্ন সফট স্কিল এ নিজেদেরকে সমৃদ্ধ করার পরামর্শ দেন।

লীড বাংলাদেশ প্রকল্প টেট্রা-সি এর এর প্রধান সমন্বয়ক ও গবেষক সেতার রুদ্র, যুব সমাজকে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে দক্ষতার সাথে এগিয়ে আসার আহব্বান জানিয়ে উল্লেখ করেন, একটি দক্ষ জনগোষ্ঠীই পারে আগামী দিনের বাংলাদেশকে সাফ্যলের চুড়ান্ত শিখরে নিয়ে যেতে, তাই যুব সমাজের উচিত কেবল পুঁথিগত বিদ্যা অর্জনেই সীমাবদ্ধ না থেকে কম্পিউটার চালনা, ভাষা দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেপ লীডার বাবলু, আয়াজ, মিরাজ, সাফার, আরাফাত এবং টেট্রা-সি((কানেক্টিং কমিউনিটি ফর ক্লাইমেট ক্রাইসিস) এর সদস্য–সৃজন, প্রণব, নিলয়,শিমলা, রিফা, নিপা, সোহান, মিনহাজ, ইসরাফ, ইসতিয়াক, সোহানা, কণিকা, মুন্নী, তৃষ্ণা দাশ, দীপা রুদ্র, সামির, রিংকি সহ ও অন্যান্য সোশ্যাল একশন প্রজেক্ট এর লীডার ও সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close