নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

নারায়ণগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগগের সচেতনতামূলক প্রচারণা

নারায়ণগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে শহরে পথচারি ও যাত্রী সাধারনের মাঝে মাস্ক ও প্রচারপত্র বিলি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। লাইফস্টাইল, হেলথ এডুকেশন  এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করে  জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এ জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন পালন করা হয়।

এসম উপস্থিত ছিলেন- অতিরিক্ত  পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসমত আরা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।
এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মাইকিং এর ব্যবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close