আইন ও অধিকারজাতীয়নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এতে নারায়ণগঞ্জের তীব্র ক্ষোভ সৃষ্টি হয় যাত্রী সাধারণের মাঝে।

পরে গত ১৪ আগস্ট  জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার  সংরক্ষণ ফোরাম ও বিআরটি এর প্রতিনিধিদের  সম্মিলিত  টীম সরেজমিনে ঢাকা নারায়ণ  দুরত্ব পরিমাপে সিদ্ধান্ত  গ্রহন  করেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মনজুরুল হাফিজ।

সেই পরিদর্শন টীম নারায়ণগঞ্জ থেকে  ঢাকা যাওয়ার পথে ১৯.৫ কিলোমিটার  ও ঢাকা থেকে  নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দুরত্ব নির্ধারণ করেন। সেই হিসাবে ই ঢাকা নারায়ণগঞ্জ বাস ভাড়া  ৫৫ টাকা নির্ধারণ  করে জেলা প্রশাসন।

 

বুধবার (১৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত  জেলা ইসমত আরা এ তথ্য  নিশ্চিত  করেন। 

 

জানা যায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসলে বাস মালিকরা ভাড়া কমাতে রাজি হয়নি।

পরে জেলা প্রশাসন থেকে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করে ভাড়া নির্ধারণে কমিটি করে দেয়া হয়। সেই কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে।

 

এ বিষয়ে  নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ ইসমত আরা জানান, আমরা সরেজমিনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার পাই। 

 

ভাড়া হিসাব করলে যাবার পথে ২ টাকা ৪০ পয়সা হিসেবে ৫২ টাকা ও আসার পথে ৫৮ টাকা হয়। দুটোর সমন্বয় করলে হয় ১১০ টাকা। তাই  দুটোর সমন্বয় করে যাওয়া  ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা করা হয়েছে।

এ ভাড়া আজ (বুধবার)  থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close