নারায়ণগঞ্জ

না’গঞ্জের শিল্পপতি হাজী সোহবার মিয়া’র মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি হাজী সোহরাব মিয়া’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের মাধ্যমে এ দিনটি পালন করেন পরিবারের সদস্যবৃন্দ।
দুপুরে কাঙ্গালীভোজ, বাদ আছর নগরীর ফকিরটোলা জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। পরে মরহুমের বাসভবনে মরহুম হাজী সোহরাব মিয়া সহ পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত মুসুল্লীদের সঙ্গে নিয়ে ইফতার করেন পরিবারের সদস্যবৃন্দ।
বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করে দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যবৃন্দ কবরস্থানে আগত গরীব-দুঃখীদের মধ্যে দান-খয়রাত করেন পরিবারের সদস্যবৃন্দ।
এদিকে মরহুমের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা মরহুমের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close