নারায়ণগঞ্জ

সিলেট সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য নারায়ণগঞ্জে বাসদের ত্রাণ সংগ্রহ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার জন্য নারায়ণগঞ্জ শহরে অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

 

রবিবার (১৯ জুন) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক  নিখিল দাস, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সহসভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা  সাধারণ সম্পাদক এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়লগঞ্জ জেলা আহবায়ক প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়গঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুন্নি সরদার প্রমুখ।

নিখিল দাস বলেন, সিলেট সুনামগঞ্জে ভারত থেকে আসা পানি ও অতিরিক্ত বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। পত্র পত্রিকায় দেখা যায় সেখানে রেলপথ, সড়কপথ, আকাশপথে যোগাযোগ বন্ধ।  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সুপেয় পানির অভাব এবং খাদ্য সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষ।

 

সিলেট সুনামগঞ্জ পাশাপাশি কুড়িগ্রাম, রংপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ,জামালপুরেও এখন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাসদ তার সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে। সিলেট-সুনামগঞ্জে শুকনো খাবার, রান্না করা খাবার, মোমবাতি ও সুপেয় খাবার পানি  বাসদের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

 

বাসদের নেতা কর্মীরা সারাদেশে ত্রাণ  সংগ্রহ করছে। গতকাল থেকে শুরু হওয়া ত্রাণ সংগ্রহ কার্যক্রম নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী চলবে। বাসদ আহ্বায়ক সকলকে সিলেট সুনামগঞ্জে বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close