সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নারী উদ্যোক্তাদের ৩ দিন ব্যাপী জাঁকজমকপূর্ণ মেলা চলছে

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলীতে এ মেলার আয়োজন করে ইবি জিনিয়াস। বিশিষ্ট ব্যবসায়ী তানজিম কবির সজুর সভাপতিত্বে ও জহির মুহাম্মদ রুমান দেওয়ানের পরিচালনায় শনিবার বিকেলে অনুষ্ঠিত মেলার ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম দেওয়ান প্রমুখ।মেলায় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকাশনী লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ বলেন, দেশের মূলধারার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন নারী উদ্যোক্তারা।নারীদের বাদ দিয়ে কখনোই একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে।চাকরির পেছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হলে নিজ ও দেশ লাভবান হবে।এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবে।’ এছাড়া তিনি ভবিষ্যতেও এ ধরনের মেলার আয়োজন অব্যাহত রাখতে আয়োজক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি ও সংগ্রহিত কুটির শিল্পের নানা রকম পণ্য, জামদানি শাড়ি, চুড়ি, থ্রি পিস, অর্গানিক খাদ্যপণ্য ও প্রসাধনী ছাড়াও অসাধারণ সব সামগ্রী রয়েছে এ মেলায়।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আলী মাসুদ ও তানজিম কবির সজু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। নারী উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দ পেয়েছেন রওশান আরা খানম শিল্পীর রোজার গ্যালারি, সোনিয়া বিনতে সুলতানের আনিশা’স ক্রিয়েশন, কেকা নুসরাতুল জান্নাতের শৈল্পিক ছোঁয়া, ফারজানা ইয়াসমিনু মার্শিয়ার ফুড হোম, সায়েরা সরকার শান্তার হলুদ ছোয়া, ফিরোজা আক্তারের ফিরোজা ফ্যাশন, সাবরিনা তানিয়ার সাবরিনা ফ্যাশন, সিনহা আক্তারের সিনহা ফ্যাশন হাউজ, তরিক হৃদয় ও অনামিকার স্পন্দন, সৈয়দ জেরিন সুলতানা আনিকার তাহিরা হক প্রকাশন, এস এম খোষনুর কনা ও অদম্য সেলিনা ইসলাম এর লাভ বার্ড ক্যাফে, ইশরাত ইফতির তারার মেলা, মিম্পা শেখের বাঙালিয়ানা বুটিক হাউজ, ডালিয়া জামাল এর মরিয়ম কালেকশন, আফরিন আক্তারের নাজিলাস কিচেন এন্ড ক্যাটারিং ও আয়োজক রুনা আহমেদের হোমমেড দেশীয় পণ্য। নারীদের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সিদ্ধিরগঞ্জবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close