নারায়ণগঞ্জরাজনীতি
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া।
বুধবার (১৫ জুন) বিকালে শহরের দেওভোগ আখড়ার মোড় এলাকা থেকে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তরুন সাহসী ও তুখোড় নেতা জিয়াউর রহমান জিয়া।
এর আগে জিয়ার বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল এসে দেওভোগ আখড়ার মোড় এলাকাতে জড়ো হয়। সকল মিছিল জড়ো হওয়ার পর সেখান থেকে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা শত শত নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এর আগে মিছিলপূর্ব এক সমাবেশে সভাপতির বক্তব্যে জিয়া বলেন, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ্য। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। বার বার বলা সত্বেও এ সরকার তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেনি।
এ দেশের সাধারন মানুষের নূন্যতম যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকেও আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে। তাই এ সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই, যদি আমার নেত্রীর কিছু হয়ে যায়, তাহলে আপনাদের ছেড়ে দেয়া হবেনা। দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে আপনাদেরকে টেনে হেঁচরে ক্ষমতা থেকে নামানো হবে। আপনারা তখন পালানো পথও খুঁজে পাবেন না।
এছাড়াও তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার নি:শ্বর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, একটি মিথ্যা মামলায় আবুল কাউসার আশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আমি তার নি:শ্বর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যদি তাকে মুক্তি দেয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের মধ্যদিয়ে তাকে মুক্তি দিতে বাধ্য করা হবে।
মহানগর যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির স্কুল বিষয়ক সম্পাদক সরকার আলম, মহানগর যুবদলের সহ যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক ও কাশিপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শফিউদ্দিন শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, আনোয়ার গাজী, শাহিনুর ইসলাম সুমন, মো: কাইয়ূম, মো: কামাল, আল আমিন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আবির দেওয়ান, আমির গাজী, তালেব, ১৬নং স্বেচ্ছাসেবক দল নেতা মো: ওয়াসিম, মো: সাইফুল, সোয়াদ চৌধূরী, মো: পরান মিয়া প্রমূখ।