নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের মিশনপাড়ার মোড়ে তেলবাহী লরীর চাপায় নারীর পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়া এলাকার সামনে তেলবাহী লরীর (ট্রাক) চাপায় এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৩ জুন) দুপুরে মিশনপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার সাথে সাথেই লরী ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, ১৩ জুন দুপুর ১২টার দিকে মিশনপাড়ার মোড়ে একটি তেলবাহী ট্যাংকলরী (ঢাকা মেট্রো ঢ ১২-০০৫০) একজন নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, আমরা ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে ট্যাংকলরীটি আমাদের হেফাজতে রয়েছে। এর চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close