নারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

১৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে সাজ্জাদ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
ফতুল্লা মডেল থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে শনিবার (১১ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন শরিয়তপুর জেলার পালং মডেল থানার বালাখানা মাদ্রাসার শারজাহান মীরের পুত্র।
 
এ ঘটনায় অপহৃত মাদ্রাসার ছাত্রীর বাবা খোকন শিকারী বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে গ্রেপ্তারকৃত সাজ্জাদ ও তার বাবা শাহজাহান মীরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
 
মামলায় উল্লেখ্য করা হয়েছে, বাদীর মেয়ে ফতুল্লা থানার দেলপাড়া পেয়ারা বাগান উম্মলকোড়া মহিলা মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়াশুনা করে। গ্রেপ্তাকৃত সাজ্জাদ হোসেন বাদীর বোনের বাসায় যাতায়াত করিতো। সেখান থেকে বাদীর স্ত্রীর মোবাইল ফোন নাম্বার নিয়ে প্রায় সময় ফোন দিতো। বাদীর স্ত্রী বাসার কাজে ব্যস্ত থাকায় প্রায় সময় বাদীর মেয়ে ফোনে কথা বলিতো। বাদীর মেয়ে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায় সময় গ্রেপ্তরকৃত সাজ্জাদ প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত করতো। এ নিয়ে পরিবারের সদস্যদের জানালে তারা গ্রেপ্তারকৃত সাজ্জাদসহ তার অভিভাবকদের অবগত করে। এতে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে আরো বেশী বেপরোয়া হইয়া উঠে এবং মেয়েকে জোর পূর্বক তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে।
 
মে মাসের ১৫ তারিখে রাত সাতটার দিকে শিয়াচর তক্কারমাঠ লোকমান মিয়ার ফার্মেসীর সামনে রাস্তার উপর পৌছাইলে গ্রেপ্তারকৃত সাজ্জাদ বাদীর মেয়েকে জোর পূর্বক একটি সিএনজিতে অপহরণ করিয়া একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
 
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়, শনিবার দুপুর তিনটার দিকে তক্কার মাঠ স্টেডিয়াম সংলগ্ন রাস্তা থেকে সাজ্জাদকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে। অপহৃত মাদ্রাসা ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত সাজ্জাদকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close