Uncategorized

পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে লালমাটিয়ায় কাজ করছে লীড প্রজেক্টের সেচ্ছাসেবীরা

ঢাকার লালমাটিয়া ৩২নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে লীড প্রজেক্টের একদল প্রশিক্ষিত সেচ্ছাসেবী।

তাদের সামাজিক উদ্যোগের নাম Ever Last. ব্রিটিশ কাউন্সিলের লীড বাংলাদেশ প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্থানীয় কমিউনিটির সমস্যা চিহ্নিত করে কাজ করছে Ever Last টিম।

গত ১১ এপ্রিল ২০২২, বুধবারে ব্রিটিশ কাউন্সিল এবং দ্য হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়ে লীড বাংলাদেশ প্রজেক্টের আওতায় Evar last টিম ৩২নং ওয়ার্ডের লোকাল গভর্মেন্টের সাথে বিষয়বস্তু অবহিতকরন সভার আয়োজন হয়েছে। ‌ উক্ত সভায় প্রজেক্টের সার্বিক বিষয় এবং কাজের কৌশল, ধরন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়। প্রকল্পের কাজের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জেনে লোকাল গভর্মেন্ট প্রতিনিধি সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে জানান।স্থানীয় ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলামের সাথে তারা সাক্ষাৎ করেন।

তাদের কিছু কার্যক্রম এর চিত্র তুলে ধরা হলো।

 

Partner Organization: The Hunger Project (THP)

Social Action Project Name: Ever Last

Community : lalmatia 32 no word

Working Topic :waste management (SDG-16)

Team Leader:TANJILA FERDOUS

SAP MEMBER: 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close