নারায়ণগঞ্জফতুল্লা
বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
যোগাযোগ ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বুধবার (২৫ মে) দুপুরে ২ কোটি ৮৮ লাখ ৬৭ হাজার ৪৩ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এম শওকত আলী।
বাজেটে সর্বোচ্চ খাত দেখানো হয়েছে যোগাযোগ (ভৌত অবকাঠামো) উন্নয়নে ১ কোটি ৮৮ লাখ টাকা, বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো শিক্ষা ১০ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৫ লাখ টাকা, কৃষিখাতে ২ লাখ ৮০ হাজার টাকা, পয়ঃনিষ্কাশন খাতে ৫০ হাজার টাকা।
বক্তাবলী ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের নিজস্ব খাত দেখানো হয়েছে ৪৬ লাখ ১৬ হাজার ৫শ টাকা।
বাজেট ঘোষণা কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাজমুল হক সরকার, সহকারী নুর মোহাম্মদ টিটু, ইউপি মেম্বার রশিদ আহম্মেদ ,মোঃ আকিলউদ্দিন শিকদার, মো. মহিউদ্দিন ভূইয়া, ওমর ফারুক, মীর আজিজুর রহমান, মো. রাসেল চৌধুরী, আলমগীর হোসেন, সেকান্দর আলী রানা, আমজাদ হোসেন বাঁধন,মহিলা মেম্বার নুপুর আক্তার, পিংকি আক্তার, মোসাঃ হাসনা বানু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাজ্বী শওকত আলী বলেন, স্থানীয় নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি জননেতা শামীম ওসমানের নির্দেশে ও সার্বিক সহযোগিতায় বক্তাবলীকে উন্নয়ন কর ইতিমধ্যে উপশহরে পরিনত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিষদের মাধ্যমে নানান উন্নয়ন মুলক কর্মসূচি গ্রহন করা হয়েছে। স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, বয়স্কভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বকালীন ভাতা,জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো জনহিতকর কাজ করে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বের কারনে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।
আমি এবং আমাদের এমপি , প্রধানমন্ত্রীর নির্দেশে আধুনিক বক্তাবলী গঠনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। শুধু আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।