নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
কাউন্সিলর মতিউর রহমান মতি অসুস্থ, দোয়া কামনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মতিউর রহমান মতি অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার। তিনি জানান, গত বৃহস্পতিবার আলহাজ্ব মতিউর রহমান মতি ভাই নির্বাচনী প্রচারণায় হঠাৎ পা মচকে গুরুতরভাবে আহত হন।তিনি ডাক্তারের শরণাপন্ন হলে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।ডাক্তারের নির্দেশনা মোতাবেক তিনি নিজ বাসায় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন। মতিউর রহমান মতি দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বলে জানান হাজী মানিক মাষ্টার।