সিলেট বিভাগ

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে দিনব্যাপী উন্নয়ন মেলা এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আদমপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কলাবতী শাড়ির জনক রাধাবতী দেবী প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ হাজার ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। মেলায় ১০টি স্টল স্থান পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close