নারায়ণগঞ্জলেখা-পড়া

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শ্রেণীকক্ষগুলি নবীন বিজ্ঞানীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিলো। কেউ নিয়ে এসেছিলো সাশ্রয়ী এয়ার কুলার, কেউ যানবাহনের দূর্ঘটনা দূর করতে অটো ডিটেক্টর কেউ বা অন্য কিছু। ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে যেমন ছিলো নবম দশম শ্রেণীতে পড়ুয়ারা আবার তেমনি ছিলো একেবারে তৃতীয়-চতুর্থ শ্রেণীতে পড়ুয়ারাও।

আর তাদের এসব আবিস্কার দেখতে প্রতিটা ক্লাসেই ছিলো স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের বেশ ভীড়। অন্য স্কুলের শিক্ষার্থীরাও কেউ কেউ এসেছিলো এ বিজ্ঞান মেলা দেখতে। বিজ্ঞান মেলা উপলক্ষে স্কুল ছিলো ছুটি। তাই বন্ধুদের সাথে বিজ্ঞান মেলার কক্ষে কক্ষে ঘুরতে বাধা ছিলোনা স্কুলের শিক্ষার্থীদের।

সোমবার (২৩ মে) দিনভর নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে চলে এ মেলা। দুপুরে মেলা দেখতে আসেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাশেম জামাল। সাথে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক মেজবাহ উদ্দিন, হারুন গাজী, আমজাদ হোসেন, সোমা সাহা, মিষ্টু সাহাসহ স্কুলের আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকাগন।

স্কুলের বিজ্ঞান মেলার কো-অর্ডিনেটর সহকারি শিক্ষক রেজাউল করিম জানান, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল একটি প্রতিষ্ঠিত স্কুল। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করতে প্রতিবছরই বিজ্ঞান মেলা আয়োজন করা হয়। এ বছর প্রায় আড়াইশ শিক্ষার্থী এ মেলায় অংশ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close