Uncategorized

ফতুল্লার ডাইং কারখানা চালুর দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের মানববন্ধন

ফতুল্লা লালপুরে অবস্থিত নিউ সিটি ডাইং কারখানা অবিলম্বে চালু করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সোমবার (২৩ মে) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কারখানার শ্রমিক দেলোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক জাহাঙ্গীর প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সিটি ডাইং কারখানাটি ঈদের আগে বেতন দিয়ে বন্ধ দেয় এবং ১০ মে কারখানা খোলা হবে বলে মালিক কর্তৃপক্ষ বলে।

ঈদের ছুটির পর শ্রমিকরা এসে দেখে কারখানা বন্ধ। কর্তৃপক্ষের সাথে কথা বললে, তারা কেউ বলতে পারেনি কারখানা কবে খুলবে। প্রতিদিনই শ্রমিকরা কারখানার গেটে যাচ্ছে কিন্তু কারখানা আজও খুলেনি। বরং কারখানা বিক্রি হয়ে যাবে বা হয়ে গেছে এরকম শোনা যাচ্ছে। আইন অনুযায়ী কারখানায় কোনো নোটিশ করা হয়নি।

নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে মজুরি খুবই কম। এর উপর আছে নিত্যপণ্যের দাম লাগামহীন বৃদ্ধি। এমনিতেই শ্রমিকরা বিপর্যস্ত অবস্থায় আছে। বাস্তবে ঈদের পরে শ্রমিকের হাতে টাকা নেই। তারা কারখানা বন্ধ দেখে মারাত্মক হতাশায় পড়েছে।

কীভাবে মাস শেষে বাসাভাড়া দিবে দোকানবাকি দিবে এ নিয়ে তারা ভয়ানক শঙ্কায় আছে। শ্রমিকরা কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছে।

এখন পর্যন্ত তারা কেউ কারখানার ভবিষৎ কী সেটা শ্রমিকদের জানায়নি। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালু অথবা আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close