সিলেট বিভাগ

কমলগঞ্জের মাধবপুর মণিপুরি পল্লীতে দুধর্ষ চুরি সংঘটিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গ্রামের মণিপুরি পল্লীতে ২টি বাড়ীতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগকারী লক্ষিধর সিংহ ও রুপদেবী জানান, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মণিপুরি অধ্যুষিত গকুল সিংহের গাঁও এর লক্ষিধর সিংহের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পাশ্ববর্তী রুপদেবী সিনহার বাড়ী থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও পুজার জন্য রুপার তৈরী তৈজসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুঠ করে নিয়ে যায় চোরদল। পরে পার্শ্ববর্তী বাড়ীর অক্ষয় কুমার সিংহকে ডেকে তুলে বাড়ীতে হানা দেয়ার চেষ্টা করে। এই ঘটনা চলাকালীন সময়ে মুঠোফোনে এলাকাবাসীর কাছে সাহায্য চাওয়া হলে এলাকাবাসী এগিয়ে আসলে চুরের দল ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা থেকে এসআই নিয়াজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close