আইন ও অধিকারসিলেট বিভাগ
কমলগঞ্জে একরাতে একই বাড়ির সাত গরু চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক রাতে একই বাড়ির সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান দরগাহপুর এলাকার বখসের বাড়ীর মো. নিজামুল বখস ও তাঁর চাচা মো. মুমিন বখস। শনিবার ফজরের আজানের সময়ে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি শমশেরনগর ফাঁড়ি পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী মো. নিজামুল বখস ও তাঁর চাচা মো. মুমিন বখস বলেন, গত শুক্রবার দিবাগত রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে যাই আমরা। ফজরের আগে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো আর গোয়াল ঘরে নেই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, গরু চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।