নারায়ণগঞ্জবন্দরলেখা-পড়া

২নং হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রাস্তার সংস্কার হবে কি?

 

বিশেষ প্রতিনিধি :- নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওতাধীন ৪নং ওয়ার্ডের ২নং হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রাস্তা আদৌ সংস্কার হবে কি? এ নিয়ে সাধারন মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

একটু লক্ষ করলে দেখা যায়, এই স্কুলের রাস্তার বাস্তব চিএ। উপরের অংশ কিছু টা ডালাই প্রলেপ থাকলেও ভিতরে গভীর গর্ত পরিনীত হয়েছে। যে কোন মূহুর্তে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আসা- যাওয়ার সময় দূর্ঘটনা ঘটতে পারে।
তাই এলাকাবাসীর অভিযোগ অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বারকে বারবার বলার পরেও কারো সহযোগিতা মিলে নি এখনো ।

তাই নারায়ণগঞ্জ ৫ আসনের শিক্ষা অনুরাগী মাননীয় এম পি আলহাজ্ব সেলিম ওসমান মহাদয়ের দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী। তাদের একটি দাবী,এই ঈদের ছুটিতে যেন স্কুলের রাস্তাটি সংস্কার করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তাহলে বিদ্যালয় টি খোলার পরে ছাত্র-ছাত্রীরা মনে স্বস্তি ফিরে আসবে এবং নীর্বিঘ্নে তারা বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। নয়তো বা যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করে সচেতন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close