সিদ্ধিরগঞ্জ

সাংবাদিক সৈকতের বাবার মৃত্যু, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের শোক প্রকাশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ পোস্ট এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এইচ সৈকতের বাবা ডাঃ হাবিবুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৩ ভাই ও ২ বোনসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে জোহরের নামাজের পর সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ বাইতুন নূর জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন মীর্জাপুর গ্রামের বাড়িতে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুম ডাঃ হাবিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close