সিলেট বিভাগ

কমলগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: ‘প্রত্যেকে আমরা পরের তরে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৮ এপ্রিল সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দুপুরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, মাস্ক‌ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলা স্কাউটের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও স্কাউট এর সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় উপজেলার স্কাউটারবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২২ লাখ ১০ হাজার। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close