ধর্মসিলেট বিভাগ

জালালাবাদ ইমাম সমিতি শাহপরান থানা শাখার নির্বাহী সভা

সঠিকভাবে যাকাত-ফিতরা আদায় করলে দেশে দারিদ্র্য সমস্যা থাকবেনা
—— মাওলানা মুহাম্মদ ওলীউর রহমান

জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক, প্রাবন্ধিক মাওলানা মুহাম্মদ ওলীউর রহমান বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন অনেক সমৃদ্ধশালী। বিত্তবানরা  যদি সঠিকভাবে যাকাত-ফিতরা আদায় করেন এবং তা সঠিকভাবে বন্টন করা হয় তাহলে বাংলাদেশের দারিদ্র্য ও বেকারত্ব সমস্যা দূর হতে সময় লাগবেনা। কিন্তু অধিকাংশ মানুষ যাকাত আদায় করেননা, অথচ যাকাত দরিদ্র্য ও অসহায় মানুষের অধিকার। তিনি গত ৬ এপ্রিল বুধবার বাদ তারাবীহ জালালাবাদ ইমাম সমিতি সিলেট সিটি কর্পোরেশনের শাহপরান থানা শাখার নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। জালালাবাদ ইমাম সমিতি শাহপরান থানা শাখা সভাপতি, শাহপরান গেইট জামে মসজিদের পেশ ইমাম ও খতীব বিশিষ্ট আলেম মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহির মিসবাহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি খিদিরপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আফতাব উদ্দিন, সহসভাপতি শাহপরান উপশহর জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা লুকমান আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ মাসরুর, সাংগঠনিক সম্পাদক খাদিমপাড়া ২নং রোড আল-আমীন জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দিন জেহাদি, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী, সহ অর্থ সম্পাদক পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল মতিন, মাওলানা রেজাউল করীম, খাদিম চৌমহনী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

সভায় বক্তাগণ যাকাত-ফিতরার গুরুত্ব ও ইফতারীর নামে যে যৌতুক প্রথা সমাজে চালু হয়েছে এ সম্পর্কে জুমআর বয়ানে আলোচনা করার জন্য সম্মানিত ইমাম ও খতীবগণকে আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close