আইন ও অধিকারনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিং ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ এপ্রিল) বিকাল ৫ টায় সদর থানায় ওই ওপেন হাউজ ডে পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ শফিউল ইসলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) সুজন হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, প্রতি মাসের ৩ তারিখে আমরা সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ পালন করা হয়। আপনারা এখানে যারা আসছেন আপনাদের কাউকেই এই অনুষ্ঠানে দাওয়াত করে আনতে চাই না। আমি চাই আপনারা নিজে থেকে এখানে আসুন। আপনারা আপনাদের সমস্যার কথা বলুন। আমাদেরকে সমস্যা বলার পাশাপাশি সমাধান দিয়েও সহযোগীতা করুন। আপনাদের দাওয়াত করে এনে সমস্যার কথা জানার চেয়ে, আপনারা নিজে এসে সমস্যার কথা বললে বেশী খুশী হবো। আমরা চাই আপনাদের নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে। আমি চাই পজিটিভ নারায়ণগঞ্জ।

 

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস বলে ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় করে ইনশাল্লাহ আয়োজন করা হবে। আজকে মাদক, ছিনতাই ও যানজট নিয়ে কথা হইছে। আমরা চেষ্টা করবো আপনাদের এই সমস্যা গুলো অতি তাড়াতাড়ি দূর করার জন্য। কিন্তু তার জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজ্জামান মানুষের সমস্যার কথা সরাসরি তার কাছে বলার অনুরোধ জানায়। এবং ব্যাক্তিগত নাম্বার দিয়ে দেন। যাতে করে কোন সরাসরি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close