ঢাকা

ঢাকাবাসীকে শ্যামপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ-২০২২ বাংলাদেশের প্রতিটি ঘরে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এমনটাই কামনা করেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসে।

এ বিশেষ দিন উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি জানান ‘ঢাকা সহ দেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র দেশবাসীর প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। পুরাতন দিনের সকল বেদনা, দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা ভুলে গিয়ে আমাদের নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করব এটাই আমাদের প্রত্যাশা।

শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আরো বলেন আমাদের নতুন দিনের অঙ্গিকার হউক, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়বার। প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা রাখছি। নতুন দিনে নতুন বছরে বাংলাদেশের প্রতিটি ঘর ভরে উঠুক সাফল্যের নতুন মাত্রায়, জীবন হোক বৈচিত্র ও আনন্দময় এই কামনা করছি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close