নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর এক সদস্য খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর এক সদস্য খুন হয়েছেন। শুত্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে এঘটনা ঘটে।  নিহতের নাম শাহিন আলম (২২)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলির ছেলে।

নিহতের বন্ধু হাবিব জানান, শাহিন বরিশাল জেলায় সেনা বাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়ীতে যাওয়ার পথে ছিনতাইকারিদের কবলে পড়েন।

 

তখন ছিনতাইকারিরা তাকে ছুরিকাঘাত করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থা মারা যান।

সিদ্ধিরগঞ্জ ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, এমন একটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close