নারায়ণগঞ্জরাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ফতুল্লায় কমিউনিস্ট পার্টি’র বিক্ষোভ সমাবেশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাবি সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ফতুল্লা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৫ টায় ফতুল্লা রেললাইন হক বাজার ও ইসদাইর বাজারে ও ই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষ করোনার আঘাত কাটিয়ে উঠতে পারেনি এখনো অর্থনৈতিক মন্দা চলছে। দেড় কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এ অবস্থায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে। সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মানুষকে পেঁয়াজ-তেল ছাড়া রান্না করার আহ্বান জানাচ্ছে। দেশের জনগণের সাথে সরকারের এ এক নির্মম রসিকতা। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। এটা আর চলতে দেয়া যায় না। কঠোর হাতে সিন্ডিকেট দমন করে সরকার’কে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। দুর্নীতি, কালেবাজারী, মজুতদারদের জিরো টলারেন্স দেখাতে হবে। সারাদেশে পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সকলের কাজের ব্যবস্থা করাসহ অতি দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, উন্নয়নের ঢোল পিটিয়ে সরকার বলছে দেশে মাথাপিছু আয় বেড়েছে। শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এসব কাগজে গল্প ফেঁদে দেশের জনগণকে ধোঁকা দিয়ে চালিয়েছে। প্রকৃত ক্ষেত্রে সাধারণ মানুষের আয় এক টাকাও বাড়েনি বরং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে কয়েক গুণ। মানুষের আয় বাড়ার যে গল্প সরকার শোনাচ্ছে তা শতকরা ৫ ভাগ মানুষের আর ৯৫ ভাগ মানুষ দুরবস্থায় আছে। ‘কম খেয়ে মানুষ বেঁচে থাকতে পারছে না। এ অবস্থা আর চলতে পারে না। প্রচলিত ব্যবস্থায় দিনেদিনে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। মানুষের খাদ্য, বাসস্থান, কাজ, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা নেই। সাধারণ মানুষের শ্রমে আয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এ অবস্থা পাল্টাতে সাধারণ জনগণকে নীতিনীষ্ঠ রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে লুটেরা পূঁজিবাদী এই সরকারকে বিদায় করে শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ ‘দাম কমাও মানুষ বাচাঁও’ দাবিতে আগামী ২৮ মার্চ সোমবার বাম গণতান্ত্রিক জোটের আহূত অর্ধদিবস (৬-১২) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় সমাবেশে সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা এম এ শাহীন ও ইকবাল হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close