খেলাধুলাসিলেট বিভাগ

কমলগঞ্জে ১৮তম নিংতম কাং টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কমলগঞ্জ সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশন আয়োজিত “নিংতম কাং টুর্নামেন্ট ২০২২”-এর ফাইনাল খেলা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মার্চ সোমবার) বিকেলে মৌলভীবাজার জেলার উপজেলার আদমপুর ইউনিয়নস্থ নয়াপত্তন গ্রামের কাংশং -এ ১৮তম নিংতম কাং টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ছেলেদের ফাইনাল খেলায় কাংলাশা কাংখুৎ বাংলাদেশ ১২ – ৪ পয়েন্টে নিত্যানন্দ কাংখুৎ মঙ্লপুর এ দলকে পরাজিত করে চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়েদের খেলায় ভানুমতি কাংখুৎ, ভানুবিল ৩ – ২ পয়েন্টে মহাদেব কাংখুৎ, হামোমখোল-কে পরাজিত করে চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও শিক্ষিকা আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, মণিপুরী কালচাবাল কমপ্লেক্স এর আহ্বায়ক জয়ন্ত সিংহ। এছাড়া নিংতম কাং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক থোঙাম প্রহলাদ, সদস্য সচিব সালাম অনন্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি এ কে শেরামকে সংবর্ধিত করা হয়। টুর্নামেন্টে ছেলেদের ১০টি ও মেয়েদের ৬টি দল সহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close